একেই বলে বিয়ের মৌসুম! এইতো কিছুদিন আগে সাতপাকে বাধা পড়লেন সুরেশ রায়না। হরভজন সিংয়ের বিয়ের রেশ রয়ে গেছে এখনো। এবার বিয়ের পিড়িতে বসছেন রোহিত শর্মা। নিজের ম্যানেজার ও বাগদত্তা ঋতিকা সাজদেকে বিয়ে করছেন ১৩ ডিসেম্বর।
রোহিতের পরিবারের একজন বলছিলেন, ‘বিয়ে ঠিক হওয়ায় সবাই খুশি। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওই সময় কোনও ক্রিকেট খেলা নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হয়ে যাবে ৭ ডিসেম্বর। এরপরই বিয়ের আয়োজন।’
এইতো এ বছরের এপ্রিলে রোহিত আর ঋতিকার বাগদান হয়ে গেল। এবার বিয়ে মুম্বাইয়ের বান্দ্রার পাঁচতারা হোটেলে। জানা গেল শচীন টেন্ডুলকারও থাকছেন সেই আয়োজনে। নামবে তারকা ঢল!
Discussion about this post