ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিলেট পর্ব শেষে ফের ঢাকায় ফিরেছে বঙ্গবন্ধু বিপিএল। এরইমধ্যে শেষ চারের টিকিট পেয়েছে রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বিশেষ এই বিপিএলে ৭ জানুয়ারি আরবারও মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট-বলের লড়াই।
প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও সিলেট থান্ডার। আরেক ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম ও রাজশাহী।
টানা হারে লড়াই থেকে ছিটকে গেছে সিলেট। ১১ ম্যাচে ১ জয় নিয়ে দলটি আছে সবার নীচে। শেষ চারে উঠার লড়াইয়ে এগিয়ে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স। মাশরাফি বিন মর্তুজার দল ঢাকা ১২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয়স্থানে। ১০ পয়েন্ট নিয়ে এরপরই খুলনা।
কুমিল্লা ওয়ারিয়র্সের সম্ভাবনা রয়েছে। তাদের পয়েন্ট ৮।
চলুন দেখে নেই পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় হার পয়েন্ট
রাজশাহী রয়্যালস ১০ ৭ ৩ ১৪
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১০ ৭ ৩ ১৪
ঢাকা প্লাটুন ৯ ৬ ৩ ১২
খুলনা টাইগার্স ৯ ৫ ৪ ১০
কুমিল্লা ওয়ারিয়র্স ৯ ৪ ৫ ৮
রংপুর রেঞ্জার্স ১০ ৪ ৬ ৮
সিলেট থান্ডার ১১ ১ ১০ ২
Discussion about this post