আগের তিন ওয়ানডেতে তেমন প্রতিরোধই গড়তে পারে নি জিম্বাবুয়ে। অনেকটা অনায়াসেই ম্যাচ জিতে মাঠ ছেড়েছে মাশরাফি বিন মর্তুজার দল। কিন্তু শুক্রবার কিছুটা বেগ পেতে হল। তারপরও বাংলাদেশ জিতল ২১ রানে। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ৪-০’তে এগিয়ে বাংলাদেশ।
ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে তুলে ৮ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ। জবাবে ৮ উইকেটে জিম্বাবুয়ে তুলে ২৩৫ রান।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিকরা।
এবার অবশ্য রান পেলেন না তামিম ইকবাল (১৬) এবং এনামুল হক (৫)।
৩২ রানে চার উইকেট হারিয়ে দল যখন চাপে তখন হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। দুই ভায়রা মিলে দলকে নিয়ে যান নিরাপদে।
৭৮ বলে ৭৭ রান করেন মুশফিক। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা করেন ২৫ বলে ২টি ছক্কা ও ৪টি চারে ৩৯ রান। ৮২ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ।
সলোমন মায়ার ও নেভিল মাডজিভা নেন তিনটি করে উইকেট।
এরপর বাংলাদেশের বোলাররা তেমন স্বস্তি দেয়নি সফরকারীদের। এরইমধ্যে ব্রেন্ডন টেলর করেন ৬৩ রান। বাংলাদেশের হয়ে অভিষেক ওয়ানডে খেলতে নামা জুবায়ের হোসেন নেন ২ উইকেট। সমান উইকেট সাকিব এবং রুবেলেরও।
এর আগে বাউন্সারের আঘাতে মারা যাওয়া অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউসের প্রতি শ্রদ্ধা জানায় দু’দল। খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন বাংলাদেশ ও জিম্বাবুয়ের খেলোয়াড়রা। কালো আর্ম ব্যান্ড পড়ে মাঠে নেমেছেন তারা।
সোমবার এই মিরপুরেই সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৫৬/৮ (তামিম ১৬, এনামুল ৫, ইমরুল ৫, মাহমুদুল্লাহ ৮২*, সাকিব ১, মুশফিক ৭৭, সাব্বির ৪, হাসান ১, মাশরাফি ৩৯, রুবেল ৭*; মায়ার ৩/৪৯, মাডজিভা ৩/৬০)
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৩৫/৮ (মাসাকাদজা ২৮, টেলর ৬৩, মায়ার ৫২, চাটারা ১৬*; সাকিব ২/২৮, জুবায়ের ২/৪২, রুবেল ২/৪৮, মাশরাফি ১/৩৪)
ফল: বাংলাদেশ ২১ রানে জয়ী
ম্যাচসেরা: মাহমুদুল্লাহ রিয়াদ
Discussion about this post