সিরিজ ড্র করার মিশনে ছিল দল। কিন্তু হল না। এবার আরো বড় ব্যবধানে হারল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টুয়েন্টি লড়াইয়ে রেকর্ড ব্যবধানের জয়ে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা।
রোববার শেষ ম্যাচে বাংলাদেশকে ৭৫ রানে হারাল শ্রীলঙ্কা। টি-টুয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের এটিই সবচেয়ে বড় জয়। ২ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জিতে তারা জিতল ২-০তে।
শেষ ম্যাচের সংক্ষিপ্ত স্কোর-
ভেন্যু: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
টস: বাংলাদেশ
শ্রীলঙ্কা: ২০ ওভারে ২১০/৪(গুনাথিলাকা ৪২, কুসল ৭০, থিসারা ৩১, থারাঙ্গা ২৫, শানাকা ৩০*, চান্দিমাল ২*; আবু জায়েদ ১/৪৫, নাজমুল ০/২৮, মেহেদি ০/২৫, মুস্তাফিজ ১/৩৯, সাইফ ১/৪৬, সৌম্য ১/২৫)।
বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৩৫ (তামিম ২৯, সৌম্য ০, মুশফিক ৬, মিঠুন ৫, মাহমুদউল্লাহ ৪১, আরিফুল ২, সাইফ ২০, মেহেদি ১১, মুস্তাফিজ ৮, আবু জায়েদ ২, নাজমুল ১*; মাদুশাঙ্কা ২/২৩, দনঞ্জয়া ১/২০, শানাকা ১/৫, থিসারা ০/৩৩, আপোন্সো ১/৩১, জিবন ১/৮, উদানা ১/১২, গুনাথিলাকা ২/৩)
ফল: শ্রীলঙ্কা ৭৫ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ২-০তে জয়ী
ম্যাচসেরা: কুসল মেন্ডিস
সিরিজসেরা: কুসল মেন্ডিস
Discussion about this post