ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নতুন কোচ খুঁজতেই হচ্ছে। কেননা, এ বছরই দেশটির কোচের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। আগামী নভেম্বরে পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসবে উইন্ডিজ ক্রিকেট দল। সফর শেষেই দলটির প্রধান কোচের পদ থেকে ছাড়বেন স্টুয়ার্ট ল। বাংলাদেশের এক সময়ের কোচ মঙ্গলবার নিজেই এই তথ্য দিয়েছেন।
২০১৬ সালের ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হয়েছিলেন স্টুয়ার্ট ল। তার অধীনে টি-টুয়েন্টিতে সেরা দল হয় ক্যারিবীয়রা। জিতে ১৯ ম্যাচে ৮টিতে। তবে চটজলদিই বিদায় বলছেন তিনি। দায়িত্ব নেয়ার দুই বছরেরও কম সময়ের মধ্যে সরে যাচ্ছেন।
কারণ ইংল্যান্ডের কাউন্টি ক্লাব মিডলসেক্সের সঙ্গে চার বছরের চুক্তি করেছেন এ অস্ট্রেলিয়ান। ল বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে সময়টা ছিল দারুণ উপভোগ্য। আমি বিশ্বাস করি, দল হিসেবে গত দুই বছরে আমরা সামনের দিকে অসাধারণভাবে এগিয়েছি।’
স্টুয়ার্ট ল-র কোচিংয়ে টি-টুয়েন্টিতে ভাল করলেও ক্রিকেটের অন্য দুই ফরম্যাটে ভাল খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এনিয়ে অবশ্য সমালোচনা হচ্ছিল। শেষ পর্যন্ত সরেই গেলেন তিনি।
Discussion about this post