এ বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেই বহুল প্রতীক্ষিত সিরিজটি আর নির্ধারিত সময় অনুযায়ী হচ্ছে না। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিরিজটি স্থগিত করে এক বছর পর-২০২৬ সালের সেপ্টেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও ভারত ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিশ্রুতি এবং উভয় দলের সময়সূচি বিবেচনায় সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে আয়োজন করা হবে।’
বিশ্ব ক্রিকেটের ঘন ব্যস্ততা ও সিরিজগুলোর সঙ্গে সময় সমন্বয় করতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে দুই বোর্ডই ভবিষ্যতে সিরিজটি আরও ভালোভাবে আয়োজনের সুযোগ পাবে বলে আশাবাদী।
প্রথমে পরিকল্পনা ছিল ২০২৫ সালের আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত ও বাংলাদেশ। নতুন সূচি অনুযায়ী, ম্যাচ সংখ্যা পরিবর্তন না হলেও সময় পিছিয়েছে ১৩ মাস। সংশোধিত তারিখ ও সময়সূচি পরে ঘোষণা করবে বিসিবি।
বিসিবি জানিয়েছে, ‘২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত ও আগ্রহী। ক্রিকেটপ্রেমীদের জন্য এটি হবে আরও এক দারুণ সিরিজ।’
Discussion about this post