অস্ট্রেলিয়াও বাংলাদেশ সফরে এসেছিল, তাদের সেরা কয়েকজন ক্রিকেটারকে রেখে। সেই চ্যালেঞ্জ নিয়ে অবশ্য হতাশায় পুড়েছে দলটি। ৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে সফরকারীতে ৪-১ এ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। এই সাফল্যের রেশ ধরেই এখন ছুটিতে গেল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে বেশিদিন মাঠের বাইরে থাকার সুযোগ নেই। এবার আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
সব ঠিক থাকলে ২৪ আগষ্ট ঢাকায় আসবে কিউইরা। বিশ্বকাপের প্রস্তুতির জন্য সিরিজ হলেও সেই দলে নেই নিউজিল্যান্ডের টি-টুয়েন্টি বিশ্বকাপ দলের কেউ! নিয়মিত খেলোয়াড়দের বাদ দিয়ে বাংলাদেশে আসবে।
টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ভারত সিরিজের দল এবং বাংলাদেশ ও পাকিস্তান সফরের দল সোমবার ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে নেই কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্টদের মতো সেরা তারকারা। আসলে জৈব-সুরক্ষা বলয়ে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই এমনটা করেছে ক্রিকেট নিউজিল্যান্ড।
বাংলাদেশ সফরে অধিনায়ক করা হয়েছে টম ল্যাথামকে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড, দুই দলের পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু ১ সেপ্টেম্বর থেকে। পরের চার ম্যাচ ৩ সেপ্টেম্বর, ৫ সেপ্টেম্বর, ৮ সেপ্টেম্বর ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই দিন-রাতের, হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ও পাকিস্তান সফরের নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি (ওয়ানডে), স্কট কুগেলাইন, কোল ম্যাকাঞ্জি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স (টি-টোয়েন্টি), ব্লেয়ার টিকনার, উইল ইয়াং, (পাকিস্তানে শুধু টি-টোয়েন্টি খেলতে যাবেন মার্টিন গাপটিল, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টড অ্যাস্টল ও ইশ সোধি)।
Discussion about this post