নিশ্চিত করেই স্বস্তি পেতে পারে বাংলাদেশ। ৪ বছর আগে রশিদ খানের অলরাউন্ড পারফরম্যান্সেই সর্বনাশ হয়েছিল। তার কাছেই সেবার হেরেছিল বাংলাদেশ। এবার স্বস্তির খবর। ১৪ জুন শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট ম্যাচটির দলে নেই রশিদ খান। তাকে ছাড়াই টেস্ট দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলতে জুন ও জুলাইতে দুইভাগে বাংলাদেশ সফর করবে আফগানিস্তান দল। এই সফরকে সামনে রেখে বুধবার ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট। এই দলে নেই আসগর আফগান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। অচেনা একটা দল ঘোষণা করেছে তারা।
১০ জুন শনিবার বাংলাদেশ আসছে আফগানিস্তান দল। ১৪ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর তারা ভারতে যাবে। সেখান থেকে ফিরে জুলাইতে আবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে।
১৫ সদস্যের এই দলে পেসার ইব্রাহিম আব্দুলরহিমজাই ও নিজাত মাসুদ, লেগস্পিনার ইজহারুলহক নাভিদ, মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার করিম জানাত রয়েছেন। আহমাদ শাহ আবদালি প্রথম শ্রেণির ক্রিকেটে অলরাউন্ড পারফরম্যান্সে টুর্নামেন্টসেরা হয়েছিলেন জানাত।
রশিদ কেন নেই-সেটি জানায়নি আফগান বোর্ড। বুধবার শেষ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন আফগানিস্তানের এ লেগস্পিনার।
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান টেস্ট দল
হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলি খাইল (উইকেটররক্ষক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুলহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুলরহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ।
রিজার্ভ খেলোয়াড়: জিয়া উর রহমান আকবর, নুর আলি জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, সৈয়দ আহমেদ শিরজাদ।
Discussion about this post