পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশে এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত- সোমবার এমন পরামর্শ দিল পাকিস্তান মিডিয়া। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দ্বিধায় ভুগতে নিষেধ করল সংবাদমাধ্যমগুলো। তাদেরও বক্তব্য-এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলা উচিত। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘এক্সপ্রেস ট্রিবিউনের’ লিখেছে-বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক অনেক পুরনো। বাংলাদেশের টেস্ট অভ্যুদয়ের আগে থেকেই। ক্রিকেটের স্বার্থে পিসিবি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর আগে অনেকবারই পরস্পরের পাশে দাঁড়িয়ে কাজ করেছে। সেই সুসম্পর্কের সূত্র ধরেই পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ যাওয়া উচিত।
বাংলাদেশে অনুষ্ঠয়ে দুটি টুর্নামেন্ট থেকে পিসিবির আয়ের ব্যাপারটিও তুলে আনে ট্রিবিউন। বলেছে-পিসিবির আয় এখন বলতে গেলে নেই। ঘরের মাঠে শিডিউলে থাকা সিরিজ খেলতে হচ্ছে নিরপেক্ষ মাঠে। এতে বিপুল আয় থেকে বঞ্চিত হচ্ছে পিসিবি। এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপে খেললে এ দুঃসময়ে পিসিবি বেশ বড় অঙ্কের অর্থলাভ করবে।
এর আগে দেশটির সাবেক ক্রিকেটার পাকিস্তানের সরফরাজ নেওয়াজ বলেছিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচিত বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে দল পাঠানো। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে সরফরাজ বলেন, ‘বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যে টুর্নামেন্ট সেখান থেকে সরিয়ে নেওয়ার দরকার আছে। সবাইকে বুঝতে হবে বাংলাদেশের সমস্যাটা রাজনৈতিক, সন্ত্রাস বা জঙ্গিবাদ নয়।’
এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হবে ২৫ ফেব্র“য়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত। অংশ নেওয়ার কথা পাঁচ দেশের। স্বাগতিক বাংলাদেশ ছাড়া বাকি চার দেশ হল-ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও প্রথমবারের মতো আফগানিস্তান।
এরপরই বাংলাদেশে হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ।
Discussion about this post