ঈদের ছুটি শেষ হতেই শুরু হয়ে যাবে মাঠের ক্রিকেটের ব্যস্ততা। ৮ মে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। তার আগে বুধবার সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলটির নেতৃত্বে আছেন দিমুথ করুণারত্নে।
ব্যাটসম্যান রোশেন সিলভা বাংলাদেশ সফরে আসছেন না। তার জায়গায় দলে সুযোগ পেয়ে গেলেন কামিন্দু মেন্ডিস। তবে ঠিকই দলে আছেন- সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ডানহাতি ধনঞ্জয়া ডি সিলভা।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে বাংলাদেশে চার বছর পর বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা দল। সফরে দুটি টেস্ট ছাড়াও একটি প্রস্তুতি ম্যাচ কেলবে তারা। এই ম্যাচের ভেন্যুতে বদল এনেছে বিসিবি। সফরকারী দলের চাওয়ায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম না হয়ে ম্যাচটি হবে সাভারের বিকেএসপিতে।
শ্রীলঙ্কান ক্রিকেট দল বাংলাদেশ আসবে ৮ মে সকালে। একইদিন বিশ্রাম নিয়ে পরদিন মাঠে নামবে দলটি। মিরপুরে তাদের অনুশীলন হবে ১০টা থেকে ১টা অব্দি। এরপর বিকেএসপিতে ১০ ও ১১ মে বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।
লঙ্কান দল ১৩ মে সফরকারী দল যাবে চট্টগ্রামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার পয়েন্ট ২৪। ১২ শতাংশ পয়েন্ট নিয়ে আট নম্বরে বাংলাদেশ ।
শ্রীলঙ্কা টেস্ট দল
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এমবুলডেনিয়া।
Discussion about this post