সফরটা এক কথায় ঐতিহাসিক। কারণ এবারই প্রথম বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে ভারতীয় নারী ক্রিকেট দল। আগে বাংলাদেশ সফর হলেও সেসব ছিল মহাদেশীয় বা বৈশ্বিক প্রতিযোগিতা। এই সফরে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশের মেয়েরা। তাই শক্তিশালী দল নিয়েই ভারতের মেয়েরা বাংলাদেশে এসেছেন। রোববার থেকে শুরু মাঠের লড়াই। তিন টি-টুয়েন্টির পর তিন ওয়ানডে খেলবে প্রতিবেশী দুই দেশ। প্রতিটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলায়।
তারও আগে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর টি-টুয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন। তারপর কথা বলেন গণমাধ্যমে।
রোববার প্রথম টি-টুয়েন্টি দুপুর ২টায় শুরু হবে। ট্রফি উন্মোচনের পরবিাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘অনেকদিন পর আমাদের এখানে খেলা, আমাদের রোমাঞ্চ কাজ করছে। এর চেয়ে বেশি কাজ করছে, আমাদের ভালো করার ইচ্ছা। কারণ, আমরা জানি, আমরা যতই ভালো ক্রিকেট খেলি, যদি জিততে না পারি সেক্ষেত্রে সেই ভালোটার মর্ম থাকবে না। এই ছন্দটা ধরার অপেক্ষায় আছি। দল হিসেবে ধারাবাহিক ভালো খেলতে খেলতে শেষ মুহূর্তে গিয়ে ম্যাচ জিততে পারছি না। হয়তো দেখা যাচ্ছে, একটা ম্যাচ জিতছি। আমরা চাচ্ছি, ধারাবাহিক ভালো খেলি। জয়ের ভাগ যেন বেড়ে যায়। ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে উন্নতি করছে, আমাদের উইনিং পারসেন্টজটা বাড়াতে হবে। ফুল টিমের এটাই ইচ্ছা।’
ভারত অধিনায়ক হারমানপ্রীত বলেন, ‘বাংলাদেশ ভালো দল। তারা সব সময়ই নিজেদের কন্ডিশনে ভালোমানের ক্রিকেট খেলে। যা আমাদেরকে চ্যালেঞ্জ দিতে পারে এবং সেভাবে আমরা প্রস্তুতও আছি। আমরা দুই-তিনদিন নিজেদের প্রস্তুতির সময় পেয়েছি এবং প্রতিটি বিভাগেই কাজ করেছি। আমরা ইতিবাচক ক্রিকেট খেলার অপেক্ষায় আছি। আশা করছি পুরো দল একসঙ্গে খেলতে পারবো এবং নিজেদের সেরাটা দিতে পারবো।’
বাংলাদেশের প্রশংসা করে আরও বলেন, ‘আমরা আজকের অবস্থানে এসে সব সময়ই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করি। প্রতিটি দলই আসলে দিনকে দিন উন্নতি করার চেষ্টা করে। তারাও তাদের সামর্থ্য দেখানোর চেষ্টা করে। আমাদের থেকে যা প্রত্যাশা করা হচ্ছিল তা আমরা করেছি। ভালো দলগুলোর বিপক্ষেও ভালো খেলেছি। বাংলাদেশও বেশ ভালো দল। তারা যখন ভালো ক্রিকেট খেলে তারাও লড়াই করে।’
Discussion about this post