ফের মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ (বিপিএল)। তেমন সম্ভাবনার কথাই মঙ্গলবার শোনালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আই এইচ মল্লিক। সবকিছু ঠিক থাকলে এই টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট হবে আগামী ডিসেম্বরে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিলেন আই এইচ মল্লিক। এটি হবে বিপিএলের তৃতীয় আসর। এবার বেশ ছোট পরিসরে হবে এই টুর্নামেন্ট। জানা গেছে- বকেয়া পরিশোধ করা না হলে বাতিল হয়ে যেতে পারে টুর্নামেন্টের ৭ ফ্র্যাঞ্চাইজি।
২০১২ সালে শুরু হয় বিপিএল। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ঢালবাহানার সঙ্গে যোগ হয়েছে পাতানো ম্যাচ কলংক। তাইতো ২০১৩ সালের পর থেকে বন্ধ হয়ে যায় বিপিএল।
আসছে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখা হচ্ছে এটিকে।
Discussion about this post