সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
সম্প্রচার অধিকার নিয়ে শঙ্কা থাকলেও এবার সেই সমস্যার সমাধান হয়েছে। দেশের ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি স্পোর্টস টিভি ও অনলাইন-দুই মাধ্যমেই সরাসরি সম্প্রচার করবে পুরো সিরিজ।
এশিয়া কাপে অংশ নেওয়ার আগে এই সিরিজকে শেষ প্রস্তুতি হিসেবেই দেখছে বাংলাদেশ দল। লিটন দাসের নেতৃত্বে ঘোষিত দলে আছেন তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদসহ তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে গড়া ক্রিকেটাররা।
অন্যদিকে নেদারল্যান্ডসও স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে। তাদের দলে আছেন ম্যাক্স ও’দোদ, অনিল নিদামানুরু, টিম প্রিঙ্গেল ও ফ্রেড ক্লাসেনের মতো ক্রিকেটাররা।
দুই দল এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে চারবার, নেদারল্যান্ডস জয় পেয়েছে একবার। তবে বাংলাদেশের সব জয়ই এসেছে বিদেশের মাঠে। তাই এবার ঘরের মাঠে জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে টাইগাররা।
Discussion about this post