এটা বিশ্বকাপ প্রস্তুতির সিরিজও বলা যায়! ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপের পর দুই দল খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে সিরিজ খেলতে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ২১ সেপ্টেম্বর মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু লড়াই। পরের দুই ওয়ানডে ২৩ ও ২৬ সেপ্টেম্বর, মিরপুরেই। সবগুলো খেলাই শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এই সিরিজ শেষ হতেই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের পর ফের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে কিউইরা। ২১ নভেম্বর বাংলাদেশে আসবে তারা। ২৩-২৪ নভেম্বর দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ। ২৮ নভেম্বর শুরু প্রথম টেস্ট, ৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট।
সিরিজের সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে মিরপুর
২৩ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে মিরপুর
২৬ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডে মিরপুর
২৮ নভেম্বর-২ ডিসেম্বর প্রথম টেস্ট ঠিক হয়নি
৬ ডিসেম্বর- ১০ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট ঠিক হয়নি
Discussion about this post