ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার মাঠের লড়াই।২০মার্চ ডানেডিনে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে।২৩মার্চ ক্রাইস্টচার্চ ও ২৬মার্চ ওয়েলিংটনে কিউইদের বিপক্ষে বাকি দুইওয়ানডে।
প্রথম ওয়ানডে শুরু বাংলাদেশ সময় ভোর চারটায়, পরেরটি সকাল সাতটায় আর শেষ ওয়ানডে শুরু ভোর চারটায়।
তারপরই তিনটি টি-টুয়েন্টি লড়াই আগামী ২৮, ৩০মার্চ ও ১এপ্রিল। ম্যাচ তিনটি যথাক্রমে হ্যামিল্টন, নেপিয়ার ও ওয়েলিংটনে। প্রথমটি-টুয়েন্টি শুরু বাংলাদেশ সময় সকাল সাতটায়।পরের দুটি শুরু দুপুর বারোটায়।
চলুন দেখে নেই সিরিজ সূচি-
ম্যাচ তারিখ ভেন্যু সময়
প্রথম ওয়ানডে ২০মার্চ ডানেডিন ভোর চারটা
দ্বিতীয় ওয়ানডে ২৩মার্চ ক্রাইস্টচার্চ সকাল সাতটা
তৃতীয় ওয়ানডে ২৬মার্চ ওয়েলিংটন ভোর চারটা
প্রথমটি-টোয়েন্টি ২৮মার্চ হ্যামিল্টন সকাল সাতটা
দ্বিতীয়টি-টোয়েন্টি ৩০মার্চ নেপিয়ার দুপুর বারোটা
তৃতীয়টি-টোয়েন্টি ১এপ্রিল ওয়েলিংটন দুপুর বারোটা
Discussion about this post