ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত কিছুদিন ধরেই স্পন্সরের নামটা ভাসছিল বাতাসে। এবার বাস্তবতার ছোঁয়া পেলো। ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে সিরিজের জন্য টিম স্পন্সর পেয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সাবিব আল হাসান-তামিম ইকবালদের জার্সিতে দেখা যাবে বেক্সিমকোর নাম। জিম্বাবুয়ে সিরিজের মতো এবারও একটি সিরিজের জন্য স্পন্সর নিয়েছে বিসিবি।
অবশ্য অনেকদিন ধরেই বাংলাদেশ দলের ‘টিম স্পন্সর’ নেই। পাকিস্তানের বিপক্ষে জার্সিতে কোনো লোগো না নিয়েই গত বছর টেস্ট খেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জিম্বাবুয়ে সিরিজে চুক্তি হয় আকাশ ডিটিএইচ-এর সঙ্গে। ইউনিলিভারের পণ্য লাইফবয়ের সঙ্গে চুক্তি শেষের পর অফিশিয়াল কোনো টিম স্পন্সর নেয়নি বাংলাদেশ দলের।
করোনার পর উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই ফিরছে বাংলাদেশ। প্রায় দশ মাস পর জাতীয় দলের জার্সিতে লড়াই। এ অবস্থায় নতুন করে কোনো স্পন্সরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি বিসিবি। স্পন্সরের জন্য আহ্বান জানালেও তেমন সাড়াও মেলেনি। তারপরই উইন্ডিজ সিরিজে বাংলাদেশ দলের টিম স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করে বেক্সিমকো। তাদেরকেই বেছে নিয়েছে বোর্ড।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি চূড়ান্ত করেছে বেক্সিমকোর নাম। সাকিব-তামিদের ওয়ানডে ও টেস্ট জার্সিতে থাকবে থাকবে এই প্রতিষ্ঠানের লোগো। বলা দরকার, ২০ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজ। শুরুতেই ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ। তারপর ২ ম্যাচের টেস্ট সিরিজ।
Discussion about this post