ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কোয়ারেন্টাইন ইস্যুই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরে। জোর গুঞ্জন- টাইগারদের লঙ্কা সফর স্থগিত হয়ে যাচ্ছে। ব্যাপারটি শ্রীলঙ্কান গণমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। যদিও দুই বোর্ড এনিয়ে অফিসিয়ালি কিছুই জানায়নি!
অ্যাশলে ডি সিলভা বলেন, ‘ট্যাস্কফোর্সের পক্ষ থেকে যে গাইডলাইন দেয়া হয়েছে, বাংলাদেশ যদি তা মেনে না চলতে প্রস্তুত থাকে তাহলে আমরা সফরটি পরিত্যক্ত করতে বাধ্য হব। তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডলাইন মেনে চলতে হবে।
এর আগে গত জুলাইতে শ্রীলঙ্কার মাটিতে তিনটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। এই ম্যাচগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। কিন্তু করোনার কারণে এ সিরিজ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে যায়। তবে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় পরে দুই বোর্ড সিদ্ধান্তে পৌঁছায় আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে লঙ্কা সফরে যাবে বাংলাদেশ।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে গত ঈদের পর থেকেই প্রস্তুতি শুরু করে বাংলাদেশ দল। প্রথমে একক অনুশীলনে যোগ দেন ক্রিকেটাররা। পরে দলীয় অনুশীলন শুরু করেন তারা। এরইমধ্যে বিসিবি ২৭ সদস্যের দলও ঘোষণা করে। বলা যায় লঙ্কা সফরে যেতে টাইগারদের প্রস্তুতিটা দারুণ হচ্ছিলো। কিন্তু এরইমধ্যে লঙ্কান বোর্ড জানিয়ে দেয়, শ্রীলঙ্কায় এসে বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে। এ সময়ে তারা কোথাও যেতে পারবে না। অনুশীলনও করতে পারবে না। তাই তাদের প্রস্তাব মেনে নিতে পারেনি দেশের ক্রিকেট বোর্ড। কোয়ারেন্টিনের মেয়াদ শিথিল না করলে এবং কোয়ারেন্টিনকালে অনুশীলনের সুযোগ না দিলে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা সফর করবে না বলেও গণমাধ্যমকে গত ১৪ সেপ্টেম্বর জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
বিসিবি’র এই অবস্থান জেনে কোভিড-১৯ ট্যাস্কফোর্সের সঙ্গে আলোচনায় বসে শর্ত শিথিলের অনুরোধ করেছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। তবে কোভিড-১৯ ট্যাস্কফোর্স তাদের অবস্থান থেকে একচুলও নড়েনি। যে কারণে আরেকবার স্থগিত হওয়ার পথে বাংলাদেশ লঙ্কা সফর।
লঙ্কা সফর স্থগিত হলে এ বছর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হচ্ছে না বাংলাদেশের। এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়।
Discussion about this post