এ যেন মরার ওপর খাড়ার ঘা! একে তো ম্যাচ হেরেছে বাংলাদেশ। তারওপর জরিমানাও গুনতে হচ্ছে মাশরাফি বিন মতুর্জাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সোমবার ৭৭ রানের হারের পর হোটেল ফিরেই এমন দুঃসংবাদ শুনতে হল। স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি।
ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করে বাংলাদেশ দল। এ কারণে জরিমানা করেছে আইসিসি। দুই মাঠ আম্পায়ার ওয়েন নাইটস, ছেত্তিথোডি শামসুদ্দিন ও তৃতীয় আম্পায়ার পল রেইফেল ম্যাচ শেষে স্লো ওভার রেটের অভিযোগ তুলেন। এরপর ম্যাচ রেফারি ক্রিস ব্রড আইসিসির আচরণবিধির ২.৫.১ অনুচ্ছেদ অনুযায়ী অধিনায়কের জন্য ২০ শতাংশ জরিমানা করেন।
মাশরাফি দোষ স্বীকার করায় কোনো শুনানির হয়নি। দলের বাকি সদস্যদের জন্য জরিমানা ১০ শতাংশ করে।
Discussion about this post