ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি গত মাসেই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছে। ‘প্রাসঙ্গিকতা হারানোয়’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানায় রবি। তবে নতুন স্পন্সর খুঁজে নিতে দেরি হয়নি।
বৃহস্পতিবার জানা গেল বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর ইউনিলিভার। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে এনিয়ে আনুষ্ঠানিক ঘোষণা মিলল। বিসিবি জানিয়েছে, ইউনিলিভারের সঙ্গে তাদের চুক্তি ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। চুক্তির আওতায় শুধু পুরুষ জাতীয় দলই নয়, ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে মেয়েদের জাতীয় দলও আছে।
মাশরাফি বিন মর্তুজা আর সাকিব আল হাসানদের নতুন স্পন্সর হিসেবে বিসিবি চুক্তি করল বহুজাতিক প্রতিষ্ঠান ‘ইউনিলিভার’ এর সঙ্গে। এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মর্তুজার ক্যাপেও দেখা গেল ইউনিলিভারের পন্য লাইফবয়ের লোগো।
বহুজাতিক প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির পর চুক্তির পর বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে ইউনিলিভারকে পাশে পেয়ে আমরা গর্বিত। বিসিবির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই।’
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বিসিবির পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং ইউনিলিভারের পক্ষ থেকে স্বাক্ষর করেন ফিনেন্স ডিরেক্টর জাহিদুল ইসলাম মালিতা।
গত মাসের শেষদিকে হঠাৎ করেই বাংলাদেশ দলের স্পন্সরশিপ বাতিল করে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’।
Discussion about this post