ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপ ক্রিকেটের রাউন্ড রবিন লিগ লড়াই শুরু হয়েছিল গত ৩০ মে। এরপর এক টানা চলেছে ক্রিকেট। সব মিলিয়ে প্রতিটি দলই খেলেছে ৯টি করে ম্যাচ। লিগ লড়াই শেষে পয়েন্ট টেবিলে প্রথমেই আছে ভারত। দুর্দান্ত দাপট দেখিয়েছে বিরাট কোহলির দল।
এরপর আছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ইংল্যান্ড তিন নম্বরে। আর নিউজিল্যান্ড চতুর্থ স্থানে।
সেমি-ফাইনালে মঙ্গলবার ভারতের সঙ্গে লড়াই নিউজিল্যান্ডের। আর বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড।
লিগ পর্বে দক্ষিণ আফ্রিকা আছে সপ্তম স্থানে। বাংলাদেশ দল নেমে গেছে অষ্টমস্থানে। পাকিস্তান পঞ্চম, শ্রীলঙ্কা ষষ্ঠ। নবম ওয়েস্ট ইন্ডিজ। দশ দলের মধ্যে সবার নীচে আফগানিস্তান।
রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট তালিকা-
দেশ | ম্যাচ | জয় | টাই | হার | পরিত্যক্ত | নেট রানরেট | পয়েন্ট | |
---|---|---|---|---|---|---|---|---|
ভারত | ৯ | ৭ | ০ | ১ | ১ | ০.৮০৯ | ১৫ | |
অস্ট্রেলিয়া | ৯ | ৭ | ০ | ২ | ০ | ০.৮৬৮ | ১৪ | |
ইংল্যান্ড | ৯ | ৬ | ০ | ৩ | ০ | ১.১৫২ | ১২ | |
নিউজিল্যান্ড | ৯ | ৫ | ০ | ৩ | ১ | ০.১৭৫ | ১১ | |
পাকিস্তান | ৯ | ৫ | ০ | ৩ | ১ | -০.৪৩০ | ১১ | |
শ্রীলঙ্কা | ৯ | ৩ | ০ | ৪ | ২ | -০.৯১৯ | ৮ | |
দক্ষিণ আফ্রিকা | ৯ | ৩ | ০ | ৫ | ১ | -০.০৩০ | ৭ | |
বাংলাদেশ | ৯ | ৩ | ০ | ৫ | ১ | -০.৪১০ | ৭ | |
ওয়েস্ট ইন্ডিজ | ৯ | ২ | ০ | ৬ | ১ | -০.২২৫ | ৫ | |
আফগানিস্তান | ৯ | ০ | ০ | ৯ | ০ | -১.৩২২ | ০ |
Discussion about this post