ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা কালে আবারও জেগে উঠছে বাংলাদেশ ক্রিকেট। ৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলতে চলে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এখন অতিথি দল রয়েছে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টার কন্টিনেন্টালে। একই হোটেলে আছে বাংলাদেশ দলও।
অস্ট্রেলিয়ার কঠিন শর্ত মেনে হচ্ছে সিরিজ। এরইমধ্যে ভেন্যু মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে নেওয়া হয়েছে সতর্কতা। শুক্রবার ও শরিবার বন্ধ ছিল গেট। এমন কী গণমাধ্যম কর্মীরাও ঢুকতে পারেন নি মাঠে।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টি-টুয়েন্টি ৩ আগস্ট। পরের চার ম্যাচ যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। প্রতিটি ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টির সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
৩ আগস্ট: প্রথম টি-টুয়েন্টি, শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম
৪ আগস্ট: দ্বিতীয় টি-টুয়েন্টি, শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম
৬ আগস্ট: তৃতীয় টি-টুয়েন্টি, শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম
৭ আগস্ট: চতুর্থ টি-টুয়েন্টি, শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম
৯ আগস্ট: পঞ্চম টি-টুয়েন্টি, শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম
Discussion about this post