গুঞ্জনই সত্য হলো। শে অব্দি বাংলাদেশে হচ্ছেই না ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। নারীদের এই বিশ্বকাপ আয়োজিত হবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার আইসিসির এক ভার্চ্যুয়াল বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়েছে। আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
গত কিছু দিনে অস্থীর পরিস্থিতিতে এই বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন নিয়ে সংশয় ছিলই। অবশ্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছিল। এ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো মাইলফলক হবে।’
কিন্তু আইসিসি কঠিন সিদ্ধান্তই নিয়েছে। আইসিসির বোর্ড সভায় উপস্থিত সদস্যদের পর্যবেক্ষণে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এমন একটি বৈশ্বিক টুর্নামেন্ট এখানে আয়োজিত হতে পারে না। বিসিবির পক্ষ থেকেও নাকি সম্মতি দেওয়া হয়েছে। আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও বিশ্বকাপের অফিশিয়াল আয়োজক হিসেবে থাকবে বাংলাদেশের নাম। আগামী ৩ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচ।
এমনিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। বিশ্বকাপ আয়োজনে রাজি হয়নি ভারত। অস্ট্রেলিয়া আয়োজনে আগ্রহী নয়। অবশ্য শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আগ্রহী হলেও আরব আমিরাতকে বেছে নিল আইসিসি।
আইসিসির প্রধান নির্বাহী জফ অ্যালারডাইস বলেন, ‘দেখুন, বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ না হওয়া লজ্জার, যেহেতু এর আগে বিসিবির অধীনে স্মরণীয় ইভেন্ট দেখেছি। বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের জন্য সব ভেন্যু প্রস্তুত রাখায় ধন্যবাদ জানাতে চাই বিসিবিকে। এই মুহূর্তে দেশটিতে যাওয়ার ব্যাপারে প্রতিযোগী দেশগুলো থেকে আপত্তির কথা জেনেছি আমরা।’
Discussion about this post