গত মাসেই কথা পাকা হয়েছে। এবার কাজে যোগ দিতে বাংলাদেশে পা রাখলেন জেমি সিডন্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন এই অস্ট্রেলিয়ান কোচ। দুই বছরের জন্য এই দায়িত্ব নিতে বুধবার বাংলাদেশে এসেছেন তিনি।
অবশ্য এর আগেও সিডন্স কাজ করেছেন বাংলাদেশে। তখন ছিলেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ। নতুন দফায় কাজ করতে বুধবার বিকেলে ঢাকায় পা রাখেন সিডন্স।
মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জেমি সিডন্সের বিষয়টা আসলে ওনাকে নেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং কনসালটেন্ট হিসেবে। আপনারা জানেন অ্যাশওয়েল প্রিন্স কিন্তু আমাদের ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। সো দুজন আমাদের এখন ব্যাটিং কোচ আছেন, স্পেশালিশস্ট ব্যাটিং কোচ। এখন পর্যন্ত যেটা আছে, প্রিন্স আমাদের জাতীয় দলের কোচ হিসেবে আছেন এবং জেমি সিডন্স বোর্ডের ব্যাটিং কনসালটেন্ট হিসেবে কাজ করবেন।’
এর আগে ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন জেমি সিডন্স। এরপর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর দ্বায়িত্ব ছাড়েন। সিডন্সের অধীনে ১৯ টেস্টের মধ্যে ২টি জিতেছে বাংলাদেশ। হেরেছে ১৬টি।
ওয়ানডেতে ৮৪ ম্যাচে ৩১ জয়। হার ৫৩টিতে। ২০০৭ সাল থেকে ২০১১ আইসিসি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তিনি সাকিব-তামিমদের কোচ ছিলেন। ফের বাংলাদেশে ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত সিডন্স। এক ভিডিও বার্তায় বলেছিলেন,‘দুই বছর বাংলাদেশে কাটানোর পরিকল্পনা রয়েছে। এই বছরের অক্টোবরেই অস্ট্রেলিয়াতে আমাদের একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমি তরুণ কয়েকজন খেলোয়াড়দের নিয়ে কাজ করতে মুখিয়ে আছি। শুধু জাতীয় দল নয়, জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামেও কাজ করবো। আমি আগেও সেখানে কাজ করেছি। সেখানে কাজ করতে আমি ভালোবাসি।’
Discussion about this post