নভেম্বরে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে আয়ারল্যান্ড। প্রথম ম্যাচ ১১ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে, আর দ্বিতীয় ও শেষ ম্যাচ ১৯ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগের পরিকল্পনায় দ্বিতীয় টেস্টের বদলে ওয়ানডে সিরিজ আয়োজন করার কথা ছিল, তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে টেস্টই রাখা হয়েছে।
এই সিরিজে মাইলফলক হতে পারে বাংলাদেশের ব্যাটসম্যান ও উইকেটরক্ষক মুশফিকুর রহিমের জন্য। ৯৮টি টেস্ট খেলে তিনি এখন শততম ম্যাচের সামনে। ২০০৫ সালে লর্ডসে মাত্র ১৮ বছর বয়সে টেস্ট অভিষেক হওয়া মুশফিক বাংলাদেশের সর্বাধিক টেস্ট রান সংগ্রাহকও। ৯৮ ম্যাচে তার সংগ্রহ ৬৩২৮ রান, গড়ে ৩৮.১২। তিনি করেছেন ১২টি সেঞ্চুরি, ২৭টি অর্ধশতক এবং তিনটি ডাবল সেঞ্চুরি।
টেস্টের পর বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। প্রথম দুটি ম্যাচ হবে ২৭ ও ২৯ নভেম্বর, তৃতীয় ও শেষ ম্যাচ ২ ডিসেম্বর ঢাকায়। এর আগে অক্টোবরের শেষ পর্যন্ত বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম অনুযায়ী ডিসেম্বর-জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটের কোনো সূচি নেই। ওই সময়ে হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আর ফেব্রুয়ারিতে শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
Discussion about this post