ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাকালে হোম সিরিজ মানেই ঘরোয়া আম্পায়ারদের সুখবর। একইভাবে হাসিমুখ ধারাভাষ্যকারদেরও। কারণ কমেন্ট্রি বক্সে দাপট তো স্বাগতিকদেরই। বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজেও একই দৃশ্য। ধারাভাষ্য প্যানেলে ৩ জন বাংলাদেশি ধারাভাষ্যকার। সঙ্গে ২ জন বিদেশি।
এরইমধ্যে অস্ট্রেলিয়ান দল চলে এসেছে বাংলাদেশে। হোম কোয়ারেন্টাইনে আছে তারা। রোববারই শুরু করে দেবে অনুশীলন। এরপর ৩ আগস্ট থেকে শুরু সিরিজ। এই আয়োজনে ধারাভাষ্য কক্ষে থাকবেন- আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী ও মাজহার উদ্দিন অমি। বিদেশি ধারাভাষ্যকার ভারতের আনজুম চোপরা ও শ্রীলঙ্কার ফারভেজ মাহারুফ।
অন্য দল অস্ট্রেলিয়ার কোনো ধারাভাষ্যকার থাকছেন না। বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়া ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে। যেখানেও ছিল না কোনো অজি ধারাভাষ্যকার। অস্ট্রেলিয়া সরকারের কোয়ারেন্টাইনের কঠোর নিয়মকানুনের কারণেই বিদেশ সফরে যাচ্ছেন না।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি সিরিজের শেষ চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। ৭দিনে ৫ ম্যাচ। যা হবে মিরপুরের শেরেবাংলায়। প্রতিটি ম্যাচই শুরু সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি সিরিজের ধারাভাষ্য প্যানেল
১. আতহার আলী খান (বাংলাদেশ)
২. শামীম আশরাফ চৌধুরী (বাংলাদেশ)
৩. মাজহার উদ্দিন অমি (বাংলাদেশ)
৪. ফারভেজ মাহারুফ (শ্রীলঙ্কা)
৫. আনজুম চোপরা (ভারত)
Discussion about this post