এইতো আগামী মাসের ১৩ তারিখে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। সফরে মুশফিকুর রহীমদের তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। যার প্রথমটি শুরু হবে ১৫ জুন।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শুক্রবার বাংলাদেশের ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হল। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার পেয়েছেন ইমরুল কায়েস, নাঈম ইসলাম, মোহাম্মদ মিঠুন, আরাফাত সানি, সৌম্য সরকার এবং শফিউল ইসলাম।
২৬ মে থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন শুরু হবে। সব কিছু ঠিক থাকলে নতুন কোচ চন্ডিকা হাতুরাসিংহে দলের সঙ্গে যোগ দেবেন আগামী ১০ জুন ঢাকা আসছেন।
প্রাথমিক দল–
মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, আল আমিন, আবদুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, এনামুল হক, ইমরুল কায়েস, শামসুর রহমান, মমিনুল হক, নাঈম ইসলাম, নাসির হোসেন, জিয়াউর রহমান, ফরহাদ রেজা, আরাফাত সানি, সোহাগ গাজী, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শফিউল ইসলাম এবং সাব্বির রহমান।
Discussion about this post