ওয়ানডে-টেস্টের পর এবার টি-টুয়েন্টিতেও শততম টেস্টের মাইলফলকে পা রাখল বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে বৃহস্পতিবার এই ক্লাবে নাম লেখায় টাইগাররা। আর এমন ম্যাচে ফিরলেন নুরুল হাসান সোহান। ২০১৭ সালের জানুয়ারিতে টি-টুয়েন্টিতে সবশেষ টি-টুয়েন্টি খেলেন নুরুল হাসান সোহান।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দারুণ পারফরম্যান্সে সাড়ে চার বছর পর টি-টুয়েন্টিতেও ফিরলেন সোহান। ছুটি নেওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে বছরের শুরুতে সবশেষ সিরিজে ছিলেন না সাকিব আল হাসান। তিনি ফেরায় আছেন দলে। বিশ্রামে থাকা মুস্তাফিজুর রহমানও রয়েছেন দলে।
ঠিক এমন ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ। বাংলাদেশের চলতি সফরে টেস্ট ও ওয়ানডের পর টি-টুয়েন্টিতেও অভিষেক হচ্ছে ডিওন মায়ার্সের। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরের আগে ব্রেন্ডন টেলরকে বিশ্রাম দিল জিম্বাবুয়ে। তার জায়গায় টি-টুয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা।
বাংলাদেশ: মাহমুদউল্লাহ, মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে: রেজিস চাকাভা, টাডিওয়ানাশে মারুমানি, তারিসাই মুসাকান্দা, ডিওন মায়ার্স, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।
Discussion about this post