অবশেষে গুঞ্জনই সত্য হলো। বিশ্বকাপের ৯ ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের তিনটি ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে। ৯ ম্যাচের কোনোটিতেই ভেন্যু পরিবর্তন হয়নি। কোনোটার ম্যাচের দিন এগিয়ে আনা হয়েছে। পেছানো হয়েছে, কোনো ম্যাচে দিবা-রাত্রির পরিবর্তে দিন করা হয়েছে।
ওয়ানডে বিশ্বকাপে আগামী ১০ অক্টোবর ধর্মশালায় দিবারাত্রির ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও ইংল্যান্ডের। এই ম্যাচটি এখন দিনে হবে। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে লড়াই।
১৪ অক্টোবর চেন্নাইয়ে ছিল নিউজিল্যান্ড ও বাংলাদেশের ম্যাচ। একদিন এগিয়ে আনা হয়েছে এই লড়াই। আগের সূচিতে ম্যাচটা দিনের ছিল। এখন এটি দিবা-রাত্রির। ১২ নভেম্বরে পুনেতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা। এই ম্যাচটি ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। দিনের আলোতেই লড়বে দুই দল।
এদিকে বিশ্বকাপের ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচের সূচিতেও বদল এসেছে। এক দিন এগিয়ে ১৪ অক্টোবর মাঠে নামবে তারা। ১২ অক্টোবর মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের মতো ইংল্যান্ডেরও তিনটি ম্যাচের সূচি পাল্টেছে। আফগানিস্তানের বিপক্ষে তাদের ম্যাচ নতুন সূচিতে আগামী ১৫ অক্টোবর। পাকিস্তান-ইংল্যান্ড লড়াই এক দিন এগিয়ে ১১ নভেম্বর। নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের ম্যাচটি আগামী ১২ নভেম্বর।
আহমেদাবাদে আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ১৯ নভেম্বর ফাইনাল।
Discussion about this post