শনিবার দিনটা ওমানে বিশ্রামে কেটেছে বাংলাদেশ দলের! রোববার দল যাবে সংযুক্ত আরব আমিরাতে, তার আগে সুখবর পেলেন রুবেল হোসেন। বাংলাদেশের টি-টুয়েন্টি স্কোয়াডের মূল দলে যুক্ত হলেন এই পেসার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই তথ্য জানিয়েছে। এর আগে রুবেল রিজার্ভ ক্রিকেটার হয়ে দলের সঙ্গে যান রুবেল!
আইসিসির নিয়ম অনুযায়ী ১৫ সদস্যের দল হওয়ার কথা, সেখানে বাংলাদেশ দলের সদস্য বেড়ে দাঁড়াল ১৬। এনিয়ে বিসিবি কোন আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি!
রুবেলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। বিসিবির একটি সূত্র জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর আগেই দেশে ফিরে আসবেন এই লেগ স্পিন অলরাউন্ডার।
আইপিএল শেষ করে মুস্তাফিজুর রহমান সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের টিম হোটেলে চলে গেছেন। স্ত্রীকে নিয়ে জৈব সুরক্ষা বলয়ে আছেন দ্য ফিজ। রোববার টিম হোটেলে যোগ দেওয়ার কথা সাকিবেরও।
সংযুক্ত আরব আমিরাতে পা দিয়েই বাংলাদেশ ক্রিকেট দলকে করতে হবে রুম কোয়ারেন্টাইন। তারপরই ১২ ও ১৪ অক্টোবর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ১৭ অক্টোবর আসল লড়াই শুরু। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড।
১৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। তারপর ২১ অক্টোবর বাংলাদেশ লড়বে পাপুয়া নিউ গিনির সঙ্গে। এই বৈতরনী পার হলে বিশ্বকাপের সুপার ১২তে খেলবে টাইগাররা।
Discussion about this post