অনেকটা নিস্প্রাণ ড্র হয়েছে সিরিজের প্রথম টেস্ট। তবে খুুশি নিশ্চয়ই দুই দলের ব্যাটসম্যানরা। কারণ রান পেয়েছেন বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলের ব্যাটসম্যানরাই। রান উৎসবের সেই ম্যাচটি শেষ অব্দি ড্র হয়েছে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের অপেক্ষা এখন দুই দল। একটাই স্বস্তি করোনার কারণে একই শহরে একই ভেন্যুতে পরের টেস্ট। ক্যান্ডির পালেকেল্লে স্টেডিয়ামেই বৃহস্পতিবার শুরু সিরিজের শেষ টেস্ট।
এরমধ্যে শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দলে এসেছে দুটি পরিবর্তন। শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন পেসার চামিকা করুণারত্নে ও বাঁহাতি স্পিনার লাকসান সান্দাকান। পেসার লাহিরু কুমারা হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়ায় ডাক পেলেন দু’জন।
চামিকা একটি মাত্র টেস্ট খেলে শিকার করেছেন এক উইকেট। ২৪ বছর বয়সী ডানহাতি ফাস্ট বোলার ৩৯টি ফাস্টক্লাস ম্যাচে নিয়েছেন ৭৩ উইকেট। ২৯ বছর বয়সী লাকসান খেলেছেন ১১ টেস্ট। নিয়েছেন ৩৭ উইকেট। তবে নিজের সবশেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালে। বাংলাদেশে বিপক্ষে ৩ টেস্টে ৯ উইকেট রয়েছে তার।
পাল্লেকেলেতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৮ ওভার বোলিং করলেও পরের ইনিংসে আর বল করতে আসতে আসা হয়নি লাহিরু কুমারার। ২৮ ওভার বোলিং ৮৮ রান খরচায় নাজমুল হোসেন শান্তর উইকেট নিয়েছিলেন এই বোলার। করোনা আক্রান্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস কর কুমারা বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই ফিরেছিলেন টেস্ট দলে।
এর আগে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের জন্য দিমুথ করুনারত্নেকে অধিনায়ক করে ঘোষণা হয় লঙ্কান দল। দলের নতুন মুখ ছিলেন একমাত্র বাঁহাতি স্পিনার প্রভিন জয়াবিক্রমা।
দ্বিতীয় টেস্টের শ্রীলঙ্কা টেস্ট দল-
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাডা ফার্নান্ডো, পাথুম নিশানকা, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, রোশেন সিলভা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, সুরঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্ডো, চামিকা করুণারত্নে, লাকসা সান্দাকান, আসিথা ফার্নান্ডো, প্রভিন জয়াবিক্রমা ও দিলশান মাদুশানাকা।
Discussion about this post