নিশ্চিত করেই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অস্বস্তির খবর। আবারো মাঠে ফিরছেন এবিডি ভিলিয়ার্স। ওয়ানডে সিরিজেই দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যানের মুখোমুখি হতে পারেন বাংলাদেশের বোলাররা। আগামী ৬ অক্টোবর ব্লুমফন্টেইনের মাঙ্গুয়াঙ্গ ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপরই এই মাঠে অনুষ্ঠিত হবে একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।
সেই ম্যাচে বাংলাদেশ দল লড়বে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের সঙ্গে। সেই ম্যাচের জন্য ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। জেপি ডুমিনির নেতৃত্বে এই ম্যাচে টাইগারদের বিপক্ষে খেলবেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ডি ভিলিয়ার্স একা নন, এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবেন টেস্ট অভিষেক হওয়া এইডেন মার্করাম এবং স্পিনার কেশব মাহারাজ।
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ
জেপি ডুমিনি (অধিনায়ক), ম্যাথ্যু ব্রিটসকি, এমবুলেলো বুদাজা, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিঙ্ক, বেউরান হেনড্রিক্স, হেইনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, মালুসি সিবোতো ও খায়া জোন্দো।
Discussion about this post