বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর। ওয়ানডে র্যাঙ্কিংয়ে কোন পরিবর্তন আসেনি। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষেও সেই আগের অবস্থানে আছে বাংলাদেশসহ এ্ই দুই দেশ। বিশ্বকাপে সরাসরি খেলার জন্য এই সিরিজটা গুরুত্বপূর্ণ ছিল। তবে ক্যারিবিয়রা হোয়াইটওয়াশ না হওয়ায় টাইগাররা নিজেদের স্থান ধরে রাখল। র্যাঙ্কিংয়ে আগের মতোই রয়ে গেল সব কিছু।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলবে কোন ৮ দেশ। সেটি নির্ধারিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর। স্বাগতিক ইংল্যান্ড ও র্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ সাত দল পাবে সরাসরি খেলার সুযোগ পাবে। বাকি দুই দলকে আসতে হবে বাছাইপর্ব বৈতরনী পার হয়ে।
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারলে মাশরাফির দলকে পেছনে ফেলে সাতে উঠে যেত পাকিস্তান। সেই সম্ভাবনা অবশ্য প্রথম ম্যাচেই শেষ হয়ে যায়। ৪ উইকেটের জয়ে ওয়েস্ট ইন্ডিজ লিড নেয় সিরিজে। তবে পরের দুই ম্যাচ জিতে পাকিস্তান।
মজার ব্যাপার হল-৮৯ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে পাকিস্তান। সিরিজ শেষেও তাদের একই পয়েন্ট। আছে আট নম্বর অবস্থানে।
৮৪ রেটিং পয়েন্ট নিয়ে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। সেই পয়েন্টেই সিরিজ শেষ করে তারা রয়েছে নয় নম্বরে। আর বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজ ড্র করে পায় ১ রেটিং পয়েন্ট। ৭ নম্বরে থাকা টাইগারদের অর্জন ৯২ পয়েন্ট।
Discussion about this post