গুঞ্জন আর অনিশ্চয়তার যতো কালো মেঘ ছিল সব সরে গেছে! ভারত-বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি আগামী ফেব্রুয়ারির ৯ তারিখে শুরু হচ্ছে। ভেন্যু সেই হায়দ্রাবাদই। টেস্টের ভেন্যু নিয়ে অার অনিশ্চয়তা নেই। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সচিব কে জন মনোজ জানিয়ে দিলেন, টেস্ট আয়োজনে তারা প্রস্তুত।
এর আগে অবশ্য গুঞ্জন ছড়ায় ভারতের পত্রিকা- দৈনিক দ্য হিন্দু । তারা দাবী করে আর্থিক সঙ্কটের জন্য টেস্ট ম্যাচটি আয়োজন করতে চাইছে না এইচসিএ। তবে মনোজ জানালেন, ‘এটা পুরোপুরি মিথ্যে খবর।’
২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও একমাত্র ভারতে এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ।এদিকে বিসিসিআইয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যে জানা গেছে- হায়দ্রাবাদে হতে যাওয়া দুই দেশের মধ্যকার একমাত্র সেই টেস্ট ম্যাচটির সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
শুরুতে জানা যায়- বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট শুরু হবে ৮ ফেব্রুয়ারি। কিন্তু গত রোববার জানা গেল একদিন পিছিয়ে শুরু হবে ৯ ফেব্রুয়ারি।
Discussion about this post