রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ দাপট বাংলাদেশ ক্রিকেট দলের। টেস্টের শেষ দিনে হারের শঙ্কা নেই। রোববার পাকিস্তানের বিপক্ষে জিততে পারে নাজমুল হোসেন শান্তর দল অথবা ড্র হতে পারে টেস্ট।
মুশফিকুর রহিমের রেকর্ডময় ইনিংস ও অন্যদের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের দাপট দেখা গেল শনিবার। রাওয়ালপিন্ডি টেস্টে এগিয়ে থেকে দিন শেষ করলো টাইগাররা। নিজেদের প্রথম ইনিংসে ৫৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। ১ উইকেটে ২৩ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা।
৯৪ রানে এগিয়ে বাংলাদেশ। মুশফিকের অসাধারণ ইনিংস ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে রেকর্ড গড়া জুটিতে বাংলাদেশ প্রথম ইনিংসে তুলে ৫৬৫ রানে। এটিই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সব মিলিয়েই বাংলাদেশের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান এটি।
মুশফিক চতুর্থ ডাবল সেঞ্চুরির পথে ছিলেন। কিন্তু ১৯১ রানে ফিরে যান তিনি। ৫১৫ মিনিট ক্রিজে থেকে ৩৪১ বলের এই দেখার মতো ইনিংসে ছিল ২২ চার ও ১ ছক্কা। ১১ নম্বর টেস্ট শতক পেলেন তিনি।
বাংলাদেশের হয়ে দেশের বাইরে সবচেয়ে বেশি সেঞ্চুরির (৫টি) ও রানের (২৩৮১) রেকর্ডে তিনি পেছনে ফেলেন তামিম ইকবালকে (৪ সেঞ্চুরিতে ২৩২৯ রান)।
সপ্তম উইকেটে মুশফিক-মিরাজ যোগ করেন ১৯৬ রান। ১৪ বছর আগে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ১৪৫ রানের জুটি পেছনে পড়ে। মিরাজ ৭৭ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ (ডি.)
বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৭.৩ ওভারে ৫৬৫/১০ (মুশফিক ১৯১, লিটন ৫৬, মিরাজ ৭৭, হাসান ০, শরিফুল ২২, নাহিদ ১*; আফ্রিদি ৩০-৩-৮৮-২, নাসিম ২৭.৩-৬-৯৩-২, শাহজাদ ২৯-৩-৯০-২, আলি ৩১-৪-৮৮-২, সালমান ৪১-৩-১৩৬-০, সাইম ৭-১-৩৪-১, শাকিল ২-০-৯-০)।
পাকিস্তান ২য় ইনিংস: ১০ ওভারে ২৩/১ (শাফিক ১২, সাইম ১, মাসুদ ৯*; শরিফুল ৫-৩-১৩-১, হাসান ৫-২-৯-০)। * চতুর্থ দিন শেষে।
Discussion about this post