২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ বাছাই পর্ব ছাড়া সরাসরি খেলতে পারবে কীনা সেই উত্তর এখনো মিলেনি। এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েই গেছে! তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের দাবি, আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে টাইগাররা। মাশরাফিদের কোনো রকম বাছাইপর্ব খেলতে হবে না। কারণ চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটেই থাকবে টাইগাররা।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্মরণীয় পারফরম্যান্সই বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় মাশরাফির দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় খাতায় যোগ হয় আরও এক পয়েন্ট। তারই পথ ধরে শ্রীলঙ্কা সরিয়ে প্রথমবার ওয়ানডে র্যাঙ্কিংয়ের ছয়ে উঠেছিল বাংলাদেশ।
তবে টুর্নামেন্টে ফাইনালে ভারতকে হারিয়ে চয়ে উঠে যায় পাকিস্তান। বর্তমানে লাল-সবুজের প্রতিনিধিরা রয়েছে র্যাঙ্কিংয়ে সাতে। এরপরও যদি মাশরাফি বিন মুর্তজার দলটিরএ অবস্থায় আগামী বিশ্বকাপে সরাসরি অংশ নিতে কোনো সমস্যা থাকে তা দূর করে দিল আফগানিস্তান। দ্বিপক্ষীয় সিরিজে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় তারা। তাতে ক্যারিবিয়দের সাতে উঠার পথ রুদ্ধ হয়ে গেল।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রোববার বলেন, ‘বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হবে না। এখন পর্যন্ত যে হিসাব, কারও মনে হচ্ছে না, বাংলাদেশকে সেটা খেলতে হবে। সেদিক থেকে বলতে পারি বাংলাদেশ এবার সরাসরি খেলবে। এ ব্যাপারে আইসিসি যেভাবে পরিকল্পনা সাজাচ্ছে, আমরাও তাই করছি। পয়েন্টের ব্যবধান এত বেশি যে অন্য কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।’
চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইংল্যান্ড ও র্যাঙ্কিংয়ের বাকি শীর্ষ সাত দল ২০১৯ বিশ্বকাপে সরাসরিভাবে খেলবে। বাকি দুটি দলকে বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করতে হবে।
Discussion about this post