ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জয়ের সুবাস পেতে শুরু করেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে স্বাগতিকদের সামনে তমেন কঠিন সমীকরণ নেই। জয় থেকে মুমিনুল হকের দল দাঁড়িয়ে ৭ উইকেট দূরে। অন্যদিকে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইতিহাস গড়তে ওয়েস্ট ইন্ডিজের চাই আরও ২৮৫ রান। সন্দেহ নেই মিশন ইমপসিবলের সামনে দাঁড়িয়ে সফরকারীরা।
উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ব্যাট-বল দুটোতেই দাপট ছিল বাংলাদেশের। দেখার মতো এক সেঞ্চুরি হাঁকালেন মুমিনুল হক। হাফ সেঞ্চুরি লিটন দাসের ব্যাটে। দ্বিতীয় ইনিংসে তােদের দাপটে ৩৯৪ রানের বিশাল লিড পায় টাইগাররা।
জবাব দিতে নেমে মেহেদী হাসান মিরাজের স্পিন ঘূর্ণিতে দিন শেষে ৩ উইকেট হারিয়েছে উইন্ডিজ। শনিবার চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে তাদের রান ১১০। উইন্ডিজ এখনো পিছিয়ে ২৮৫ রানে। জিজতে বাংলাদেশের চাই ৭ উইকেট। হাতে পুরো একদিন!
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩১৭ রানের লক্ষ্য টপকে জয়ের রেকর্ড আছে। ওয়েস্ট ইন্ডিজকেও জিততে হলে সেটাই করতে হবে। হাতে রয়েছে এখনও ৪টি সেশন।
বাংলাদেশের বড় লিডের কারিগর মুমিনুল হক। বাংলাদেশ অধিনায়ক একাই করেন দলের অর্ধেকের বেশি রান। তার ব্যাট থেকে ১০ চারে ১৮২ বলে ১১৫ রান। তামিম ইকবালকে (৯) পেছনে ফেলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড এখন মুমিনুলের (১০)। চট্টগ্রামের মাঠে মুমিনুলের এটি সপ্তম সেঞ্চুরি।
মাঠে এলেও ঊরুর চোটের কারণে সাকিব আল হাসান নামতে পারেন নি ব্যাটিংয়ে। তার মাঠে নামা নিয়ে আছে অনিশ্চয়তা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৯
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৪৭/৩) ৬৭.৫ ওভারে ২২৩/৮ (ডি.) (মুমিনুল ১১৫, মুশফিক ১৮, লিটন ৬৯, মিরাজ ৭, তাইজুল ৩, নাঈম ১*; রোচ ৭-১-১৭-০, কর্নওয়াল ২৭-২-৮১-৩, গ্যাব্রিয়েল ১২-০-৩৭-২, ওয়ারিক্যান ১৭.৫-০-৫৭-৩, বনার ২-০-১৩-০, ব্র্যাথওয়েট ১-০-৭-০, মেয়ার্স ১-০-১১-০)।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস : (লক্ষ্য ৩৯৫) ৪০ ওভারে ১১০/৩ (ব্র্যাথওয়েট ২০, ক্যাম্পবেল ২০, মোজলি ১২, বনার ১৫*, মেয়ার্স ৩৭*; মুস্তাফিজ ৪-১-১৪-০, তাইজুল ১৩-৮-১২-০, মিরাজ ১৬-২-৫২-৩, নাঈম ৭-১-২৯-০)।
Stumps in Chattogram 🏏
Mehidy Hasan’s three-for has put Bangladesh in a strong position 👏
They need seven wickets, while West Indies need 285 more to win#BANvWI ➡️ https://t.co/OYKP4vYfsj pic.twitter.com/0Bgo6VFYPy
— ICC (@ICC) February 6, 2021
Discussion about this post