বাংলাদেশের কাছে সিরিজ হার পাকিস্তান ক্রিকেটকে যেন এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। মিরপুরে সদ্যসমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-২ ব্যবধানে পরাজয়ের পর পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে রীতিমতো ক্ষোভ ঝাড়লেন সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত বিশ্লেষণে রমিজ বলেন, ‘খুব সহজে বললে বলা যায় ভাগ্য খারাপ ছিল। কিন্তু সত্যটা হলো-বাংলাদেশের কাছে পাকিস্তান হেরেছে। এটা মেনে নিতে হবে। তিন ম্যাচের সিরিজটা বাংলাদেশের পকেটে।’
প্রথম দুই ম্যাচে পাকিস্তানের দুর্বল ব্যাটিং পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। যথাক্রমে ১১০ ও ১২৫ রানে অলআউট হওয়া দলটি নিজেদের ফেবারিট ভাবলেও বাস্তবে ছিল অনেক পিছিয়ে। রমিজ বলেন,‘কঠিন উইকেটে কিভাবে খেলতে হয়, সেটা বুঝতে না পারার খেসারত দিতে হয়েছে। বড় শট খেলতে হলে আগে টেকনিক থাকতে হয়। পাকিস্তানের ব্যাটিং ফাঁস হয়ে গেছে।’
বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের প্রশংসাও করেছেন রমিজ রাজা। দ্বিতীয় ম্যাচে ফাহিম আশরাফকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া রিশাদের ওপর অধিনায়কের আস্থার বিষয়টি আলাদা করে তুলে ধরেন তিনি। রমিজ বলেন, ‘সে (রিশাদ) পিটুনি খেয়েছে, কিন্তু অধিনায়ক তাকে চার ওভারই বল করেছে। এটা আস্থার প্রকাশ-এভাবেই একজন বোলারকে তৈরি করতে হয়।’
পাকিস্তানের সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ সফর। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দলটি। ফিরছেন শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
তবে রমিজের মতে, শুধু বড় নাম দিয়ে দল সাজালেই হবে না, লাগবে কাঠামোগত পরিবর্তন। তিনি বলেন, ‘পাকিস্তানকে নতুন করে গড়ে তুলতে হবে। এত অলরাউন্ডার নেওয়ার কোনো মানে হয় না। বিশেষজ্ঞ ব্যাটার ও বোলার দরকার। সবাইকে নিয়ে আলাদা পরিকল্পনা থাকতে হবে।’
Discussion about this post