আফগানিস্তানের বিপক্ষে সিরিজ তারপরই বাংলাদেশ ক্রিকেট দল যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। তার আগে মঙ্গলবার রাতে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দল নিয়ে ১৩মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ক্যাম্প। সকাল পৌনে নয়টায় কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের কাছে ডাক পাওয়া ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে।
চলুন দেখে নেই কারা আছেন প্রাথমিক দলে-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাঈম হাসান, আবু হায়দার, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, এনামুল হক, আবু জায়েদ, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, শফিউল ইসলাম, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান, আব্দুর রাজ্জাক।
আফগানিস্তানের বিপক্ষে সম্ভাব্য সফরসূচি-
৫ই জুন, প্রথম টি-টুয়েন্টি
৭ই জুন, দ্বিতীয় টি-টুয়েন্টি
৯ই জুন, তৃতীয় টি-টুয়েন্টি
ওয়েস্ট ইন্ডিজ সফরসূচি
টেস্ট সিরিজ
তিন দিনের প্রস্তুতি ম্যাচ ২৮-২৯ই জুন, অ্যান্টিগা।
প্রথম টেস্ট ০৪-০৮ই জুলাই, অ্যান্টিগা।
দ্বিতীয় টেস্ট ১২-১৬ই জুলাই, জ্যামাইকা।
ওডিআই সিরিজ
একমাত্র প্রস্তুতি ম্যাচ ১৯ জুলাই , জ্যামাইকা।
প্রথম ওডিআই ২২ জুলাই, গায়ানা।
দ্বিতীয় ওডিআই ২৫ জুলাই, গায়ানা
তৃতীয় ওডিআই২৮ জুলাই, সেন্ট কিটস
টি-টুয়েন্টি সিরিজ
প্রথম টি-টুয়েন্টি, ৩১ জুলাই, সেন্ট কিটস।
দ্বিতীয় টি-টুয়েন্টি, ০৪ আগস্ট, ফ্লোরিডা।
তৃতীয় টি-টুয়েন্টি, ০৫ আগস্ট, ফ্লোরিডা।
Discussion about this post