ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ড সফর মানেই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দুঃস্বপ্নের আরেক নাম। প্রতিবারই দেশটিতে সফরে গিয়ে হতাশ নিয়েই ফিরেছে। এবারো পথ খুঁজে পায়নি সফরকারীরা। শুরুতেই হোঁচট খেয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।
নেপিয়ারে মঙ্গলবার ব্যাটসম্যানরা যারপরনাই হতাশ করেছেন। মোহাম্মদ মিথুন ও মোহাম্মদ সাইফউদ্দিন ছাড়া আর কোন ব্যাটসম্যানকেই ঠিক খুঁজে পাওয়া যায়নি। ৪৮.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর জবাবে নেমে মার্টিল গাপটিল সেঞ্চুরিতে ৪৪.৩ ওভারে ম্যাচ জিতে কিউইরা। এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।
শেষ অব্দি নেপিয়ারের উইকেট ব্যাটসম্যানদের হয়ে কথা বলেছে। যদিও টস জিতে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ব্যাটিং নিলে তা যৌক্তিক করতে পারেন নি দলের ব্যাটসম্যানরা। তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহীমরা সুপার ফ্লপ। সৌম্য সরকার কিছুক্ষণ লড়ে ফিরে যান।
৫ পাঁচ মাস পর জাতীয় দলে ফিরে বেশ খেলন সাব্বির রহমান। আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু স্পিনার মিচেল স্যান্টনারের প্রথম ওভারে সুইপ করতে গিয়ে স্টাম্পড হয়ে যান এ ডানহাতি। তখন বাংলাদেশের রান ৬ উইকেটে ৯৬। এরপর মোহাম্মদ মিথুন আর মেহেদি হাসান মিরাজকে হাল ধরেন। তারা গড়েন ৩৭ রানের।
অষ্টম উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে মিথুন গড়েন রেকর্ড ৮৪ রানের জুটি। এর আগে অষ্টম উইকেটে ২০০৩ বিশ্বকাপে খালেদ মাসুদ ও মোহাম্মদ রফিকের ৭০ রানের জুটি গড়েন। এবার তা টপকে গেলেন মিথুন-সাইফউদ্দিন।
মিথুন তুলেন ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি, ৭৩ বলে। সাইফউদ্দিন ৪১ রানে ফিরেন। ৯০ বলে ৬২ করে আউট মিথুন।
জবাব দিতে নেমে ফিল্ডিংয়েও বাজে ছিল দল। হেনরি নিকোলস ও মার্টিন গাপটিলের একাধিক ক্যাচ-রান আউট মিস করেন দলের ফিল্ডাররা। এরমধ্যে ১০৩ রানের জুটি গড়েন দুই ওপেনার। ৫৩ রান করে ফিরেন নিকোলস। কেন উইলিয়ামসনকে রিভিউয়ে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
শেষ অব্দি মার্টিন গাপটিল ৮ চার ও ৪ ছক্কায় ১১৬ বলে অপরাজিত ১১৬ রানে। এটি তার ১৫তম ওয়ানডে সেঞ্চুরি অার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। ৪৫ রানে অপরাজিত ছিলেন রস টেলর।
শনিবার ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়বে নিউজিল্যান্ড-বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ : ৪৮.৫ ওভারে ২৩২ (তামিম ৫, লিটন ১, সৌম্য ৩০, মুশফিক ৫, মিঠুন ৬২, মাহমুদউল্লাহ ১৩, সাব্বির ১৩, মিরাজ ২৬, সাইফ ৪১, মাশরাফি ৯*, মুস্তাফিজ ০; হেনরি ৯-১-৪৮-২, বোল্ট ৯.৫-০-৪০-৩, ডি গ্র্যান্ডহোম ৫-০-১৯-০, ফার্গুসন ১০-১-৪৪-২, স্যান্টনার ৮-০-৪৫-৩)।
নিউজিল্যান্ড : ৪৪.৩ ওভারে ২৩৩/২ (গাপটিল ১১৭*, নিকোলস ৫৩, উইলিয়ামসন ১১, টেইলর ৪৫*; মাশরাফি ৮.৩-০-৩৩-০, সাইফ ৭-০-৪৩-০, মুস্তাফিজ ৮-০-৩৬-০, মিরাজ ৮-১-৪২-১, সাব্বির ৭-০-৪৭-১, মাহমুদউল্লাহ ৫-০-২৭-১)।
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে নিউজিল্যান্ড
ম্যাচসেরা: মার্টিন গাপটিল
Discussion about this post