কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারানো সেই ভারতই চ্যাম্পিয়ন। ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপ ট্রফি জিতল ভারত। ফাইনালে ৪ উইকেটে জিতে ট্রফি নিয়ে আনন্দে মাতলেন যুবারা।
শনিবার রাতে অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ফাইনালে ইংল্যান্ড ১৮৯ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ১৪ বল হাতেই ম্যাচ জিতে নেয় ভারত অনূর্ধ্ব-১৯ দল। অলরাউন্ড নৈপুণ্যে ভারতকে জেতালেন রাজ বাওয়ার। ৩১ রানে ৫ উইকেট নেন তিনি। এরপর ব্যাট হাতে ৩৫ রানের ইনিংস খেলে তিনিই ফাইনালসেরা!
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমেই অবশ্য চাপে পড়ে ইংল্যান্ড। ৯১ রানে এক পর্যায়ে হারায় ৭ উইকেট। তারপর জেমন রুর ৯৫ রানের ইনিংসে রক্ষা। ১৮৯ তুলে ইংলিশ যুবারা। কিন্তু সেই রান নিয়ে আর লড়াই করা হয়নি।
এই বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু অষ্টম হয়েই শেষ মিশন। আর মেষ আটে বাঙলাদেশের স্বপ্ন ভাঙ্গা ভারত চ্যাম্পিয়ন হয়েই শেষ করল।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৪৪.৫ ওভারে ১৮৯/১০ (টমাস ২৭, বেথেল ২, প্রেস্ট ০, রু ৯৫, লাক্সটন ৪, বেল ০, রেহান ১০, হর্টন ১০, স্যালেস ৩৪*, এস্পিনওয়াল ০, বয়ডেন ১; হাঙ্গারগেকার ৭-১-৩৬-০, রবি ৯-১-৩৪-৪, বাওয়া ৯.৫-১-৩১-৫, সিন্ধু ৬-১-১৯-০, অস্তওয়াল ৬-০-৩১-০, তাম্বে ৫-০-২৯-১, রঘুভানশি ২-০-৮-০)
ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.৪ ওভারে ১৯৫/৬ (রঘুভানশি ০, হারনুর ২১, রশিদ ৫০, ধুল ১৭, সিন্ধু ৫০, বাওয়া ৩৫, তাম্বে ১, বানা ১৩*; বয়ডেন ৭-১-২৪-২, স্যালেস ৭.৪-০-৫১-২, প্রেস্ট ১০-১-২৯-০, রেহান ১০-২-৩২-০, এস্পিনওয়াল ৯-০-৪২-২, বেথেল ৪-০-১৭-০ )
ফল: ভারত অনূর্ধ্ব-১৯ দল ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রাজ বাওয়া
Discussion about this post