ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সময়ের ঘড়ি বলছে ৬ বছর। ঠিক তাই অর্ধ যুগ পর নতুন টেস্ট অধিনায়ক পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটই এখন দলটির নতুন অধিনায়ক। তাকেই নির্বাচিত করল উইন্ডিজ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সিরিজে সাফল্যের পুরস্কারই যেন পেলেন তিনি। টাইগারদের বিপক্ষে ২-০ তে টেস্টিসিরিজ জেতে উইন্ডিজ।
জেসন হোল্ডারের জায়গায় এখন নতুন ক্যাপ্টেন ব্র্যাথওয়েট। ২০১৫ সালে দিনেশ রামদিনের জায়গা টেস্ট অধিনায়ক হন হোল্ডার। তিনি ৩৭টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেন। এরমধ্যে দলকে ১১টি জয় ও পাঁচটি ড্র এনে দেন তিনি। ২১ দেখলেও মন্দ নেতৃত্ব দেনি। তার সঙ্গে নিজেও সাফল্য পেয়েছেন হোল্ডার। এখন তো আইসিসি অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে আছেন এই অলরাউন্ডার। অবশ্য তার সময়ে টেস্ট র্যাংকিংয়ে দল হিসেবে আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজ।
হোল্ডার আসেনি বাংলাদেশ সফরে। তার জায়গায় অধিনায়ক হিসেবে ব্র্যাথওয়েট বাংলাদেশের বিপক্ষে সিরিজে নিজের দক্ষতা দেখিয়েছেন। তারপথ ধরেই উইন্ডিজের টেস্ট দলের ৩৭তম অধিনায়ক হলেন ব্র্যাথওয়েট। অধিনায়ক হিসেবে ব্র্যাথওয়েটের প্রথম মিশন শ্রীলংকার বিপক্ষে। দুই টেস্টের সিরিজজের প্রথমটি শুরু হচ্ছে ২১ মার্চ।
প্রধান নির্বাচক রজার হার্পার জানালেন, বাংলাদেশের সিরিজ জয়ে অধিনায়ক হিসেবে ব্র্যাথওয়েটের সত্যিকারের সম্ভাবনা ফুটে উঠে।চট্টগ্রামে প্রথম ম্যাচে এশিয়ায় রেকর্ড রান তাড়া করে জয় পায় তারা। ঢাকায় ১৭ রানে জয়। হার্পার বলছিলেন, ‘আমরা সবাই বিশ্বাস করি এ মুহূর্তে আমাদের টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার সঠিক ব্যক্তি ক্রেইগই। ও এই দায়িত্ব নেওয়ায় আমি আনন্দিত। বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে সে তার খেলোয়াড়দের দারুণভাবে উজ্জীবিত করেছে।’
Discussion about this post