বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে আটঘাট বেঁধে নামছে ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে স্পিন দিয়ে তামিম-মুশফিকদের কাবু করার পরিকল্পনাতে আছে তারা। এ জন্য মুশতাক আহমেদকে নিয়োগ দিয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। বোলিং কোচ হিসেবে পাকিস্তানের কিংবদন্তি সাবেক লেগ স্পিনার এ মাস কাজ করবেন। বাংলাদেশকে সামলাতে মুশতাকের দ্বারস্থ হল উইন্ডিজ!
দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর দুটি টি-টুয়েন্টির এই সিরিজ হবে আগামী জুন-জুলাইয়ে। সেখানে টাইগার স্পিনারদের মোকাবেলা করতেই নিয়োগ দেওয়া হল মুশতাক আহমেদকে। স্বল্প সময়ের চুক্তি হলেও কাজটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি।
মুশতাক আহমেদ এর আগে ২০১৬-১৭ মৌসুমে দুই বছর পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন। কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গেও। পাকিস্তান সুপার লিগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির স্বল্প মেয়াদী কোচের দ্বায়িত্বেও ছিলেন তিনি।
Discussion about this post