বাংলাদেশের কন্ডিশনকে চ্যালেঞ্জিং ও ভয়ংকর বলে উল্লেখ করলেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা। আজ সকালে প্রথম বহরে বাংলাদেশে পৌঁছেই সফর নিয়ে আশাবাদী ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি।
বিমানবন্দরে পৌঁছানোর আগেই পাকিস্তানি সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে সালমান বলেন, ‘বাংলাদেশ যেকোনো কন্ডিশনে ভালো দল। নিজেদের মাঠে তারা আরও শক্তিশালী। রেকর্ড বলছে, অনেক বড় দলও এখানে এসে হেরেছে। তাই আমরা জানি, আমাদের জন্য কাজটা সহজ হবে না। সেই চ্যালেঞ্জ মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিয়েছি।’
অধিনায়ক হিসেবে নিজের ভূমিকায় মানিয়ে নেওয়ার কথা জানিয়ে সালমান আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট প্রতিদিনই নতুন রকম চ্যালেঞ্জ ছুড়ে দেয়। জীবন যেমন চলে ওঠানামার মধ্য দিয়ে, ক্যারিয়ারও তাই। মানিয়ে নিতে হবে, ভেবে ভেবে না থেকে খেলাটায় মন দিতে হবে।’
এদিকে পাকিস্তান দল আজ দুই ভাগে ভাগ হয়ে বাংলাদেশে আসছে। প্রথম ভাগের ক্রিকেটাররা আজ সকালে ঢাকায় পৌঁছেছেন। দ্বিতীয় ভাগের দল বিকেলে পা রাখবে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ২০ জুলাই মিরপুরে, বাকি দুটি ম্যাচ ২২ ও ২৪ জুলাই।
পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সিরিজ। গত সিরিজে পাকিস্তানে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশের ক্ষত এখনো তাজা। এবার নিজেদের মাটিতে টাইগাররা ঘুরে দাঁড়াতে চাইবেই।
Discussion about this post