তৃতীয় ওয়ানডেতে কুশল মেন্ডিসের সেঞ্চুরি যেমন শ্রীলঙ্কাকে এনে দিয়েছে সিরিজ জয়, তেমনি ম্যাচ শেষে তার মুখে শোনা গেল প্রতিপক্ষ বাংলাদেশের প্রশংসাও। জয়োল্লাসের মুহূর্তে কুশল থামলেন বাংলাদেশ প্রসঙ্গে- তুলে ধরলেন তাদের ভবিষ্যৎ সম্ভাবনার কথা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেন্ডিস বলেন, ‘বাংলাদেশ একটি ভালো দল, টেস্ট খেলে এমন একটি জাতি যারা প্রতিনিয়ত উন্নতি করছে। তারা এখন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। তবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-সব দিক মিলিয়ে তাদের এমন সামর্থ্য আছে, যেটা দিয়ে তারা দ্রুতই ঘুরে দাঁড়াবে।’
বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসে ভরপুর শ্রীলঙ্কা এখন প্রস্তুত টি-টোয়েন্টি সিরিজের জন্য। তবে প্রতিপক্ষকে ছোট করে দেখছেন না কুশল। বরং ভবিষ্যতের শক্তিশালী দল হিসেবেই দেখছেন টাইগারদের।
টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টি লড়াই। সিরিজ শুরু ১০ জুলাই। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয়টি আর ১৬ জুলাই কলম্বোতে সিরিজের শেষ ম্যাচ। এখানে কী ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ?
Discussion about this post