ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০ ওভারের ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু মাঠের লড়াইয়ে সেই দাপট কোথায়? একের পর এক হারে বিধ্বস্ত দল।
ভারতের বিপক্ষে চেনাই গেল না ওয়েস্ট ইন্ডিজ দলটাকে। শেষ ম্যাচটাও হেসে-খেলে জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করল সফরকারীরা। তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ৩-০ তে জিতেছে বিরাট কোহলির দল
মঙ্গলবার গায়ানায় অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ সউইকেট হারিয়ে করে ১৪৬ রান। জবাব দিতে নেমে পাঁচ বল হাতে রেখেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল।
এই হারে টি-টুয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নরা এখন বাংলাদেশের পাশে চলে এসেছে। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারের তিক্ত রেকর্ড এখন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২০০৬-২০১৯ সাল অব্দি ১১৩ ম্যাচে ৫৭ হারের মুখ দেখল ওয়েস্ট ইন্ডিজ। একই সময়ে ৮৫ ম্যাচে ৫৭ হার দেখেছে বাংলাদেশ। বাংলাদেশের লজ্জার রেকর্ডে ভাগ বসাল ওয়েস্ট ইন্ডিজ। ১১৪ ম্যাচে ৫৬ হার নিয়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের পরই আছে শ্রীলঙ্কা।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে কমপক্ষে ৫০ ম্যাচ হেরেছে- নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ে। ১১৮ ম্যাচের ৪১টিতে হেরেছে ভারতীয় দল।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৬/৬ (লুইস ১০, নারাইন ২, হেটমায়ার ১, পোলার্ড ৫৮, পুরান ১৭, পাওয়েল ৩২*, ব্র্যাথওয়েট ১০, অ্যালেন ৮*; দীপক চাহার ৩/৪, নবদীপ ২/৩৪, রাহুল চাহার ১/২৭)
ভারত: ১৯.১ ওভারে ১৫০/৩ (রাহুল ২০, ধাওয়ান ৩, কোহলি ৫৯, পান্ত ৬৫*, মনিশ ২*;টমাস ২/২৯, অ্যালেন ১/১)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ভারত ৩-০ এ জয়ী
ম্যাচসেরা: দীপক চাহার
সিরিজসেরা: ক্রুনাল পান্ডিয়া
Discussion about this post