ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দলে নেই সেরা ১০ ক্রিকেটার। খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। বাস্তবতা বুঝতে পারছেন ফিল সিমন্স। এ কারণেই আসন্ন ৩ ওয়ানডে আর ২ টেস্টের সিরিজে এগিয়ে রাখছেন বাংলাদেশকেই।
করোনা শঙ্কা থাকায় বাংলাদেশ সফরে আসেন নি জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমেয়ারের মতো তারকা ক্রিকেটাররা। ব্যক্তিগত কারণে নাম সরিয়ে নিয়েছেন উইকেটকিপার শেন ডাওরিচ ও ফ্যাবিয়ান অ্যালেন।
এ কারণেই উইন্ডিজ দলের প্রধান কোচ ফিল সিমন্স বলছিলেন, ‘বাংলাদেশ স্পষ্ট ফেভারিট। কারণ, তারা ঘরের মাঠে ভালো খেলে। আমরা এটির সাথে দ্বিমত করতে পারি না। আমরা ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই ক্যারিবিয়ান দ্বীপ ছেড়েছি। আমাদের পুরো দল নেই। কিন্তু আমাদের এমন একটি দল আছে যারা এই কন্ডিশনে জয়ের জন্য ক্ষুধার্ত।’
হোল্ডার-পোলার্ডের না প্রসঙ্গে…
করোনা শঙ্কার কারণে বাংলাদেশ সফরে আসেন নি জেসন হোল্ডার। সঙ্গে শীর্ষ বেশ কয়েকজন তারকা আসেন নি। তাদের না আসা প্রসঙ্গে মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উইন্ডিজের হেড কোচ সিমন্স কথা বলেন।
বাংলাদেশ সফরে না আসা খেলোয়াড়দের সিদ্ধান্ত সঠিক ছিল কিনা? এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘আমি বলতে পারবো না যে এটি ওদের ভুল সিদ্ধান্ত ছিল। সবারই ব্যক্তিগত চিন্তা-ভাবনা থাকে। তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে। আমি আমার নিজের বাদে অন্য কারও ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি না।’
ঢাকায় করোনা প্রোটোকলে খুশি কোচ
বাংলাদেশে এখন হোটেল বন্ধী ওয়েস্ট ইন্ডিজ দল। দলটি রয়েছে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। সব মিলিয়ে কোয়ারেন্টাইনে খুশি ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স।
মঙ্গলবার তিনি বলেন, ‘প্রথম তিন দিন আমরা আমদের রুমেই আছি। আমাদেরকে সকালের নাস্তা, দুপুরের এবং রাতের খাবার রুমেই দেয়া হয়েছে। আমরা বাকি যে দুই দেশে সফর করেছিলাম সেখানেও একই প্রোটোকল ছিল। আমরা ইংল্যান্ডে কোন নিয়ম ভাঙিনি, নিউজিল্যান্ডে দুটি ঘটনা অবশ্য ঘটেছির। আপনি সময়ের সঙ্গে শিখে যান। আমার মনে হয় জৈব নিরাপত্তা বলয়ের ক্ষেত্রে আমরা অন্যতম অভিজ্ঞতাসম্পন্ন দল, যেহেতু আমরা ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের পর এখানে এসেছি। প্রথম ধাপ পার করার পরও আমাদের প্রোটোকল মেনে চলতে হবে।’
Discussion about this post