সেই হার এখনো যন্ত্রনা দেয় পাকিস্তান ক্রিকেট দলকে। সময়ের হিসেবে ১৮ বছর কেটে গেলেও এখনো বাংলাদেশের কাছে হারের স্মৃতি ভুলতে পারছে না তারা। বাংলাদেশের আরেক গৌরবগাঁথা মনে করিয়ে স্মৃতি খুঁড়ে পাকিস্তানি ভক্তদের বেদনা জাগালেন কামরান আকমল। বিশ্বকাপের পর ২০১৫ সালে সফরে বাংলাওয়াশের যন্ত্রনা মনে করে সে সময়র কোচকে দুষলেন তিনি।
১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নর্দাম্পটনে ঐতিহাসিক জয়টি পেয়েছিল বাংলাদেশ। তাদের বিপক্ষে টাইগারদের প্রথম জয়! যা আজ অম্লান হয়ে আছে।
তারপর ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসে প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে তিনটি ওয়ানডে, এরপর একমাত্র টি-টুয়েন্টি ম্যাচেও হেরেছিল পাকিস্তান। তারপর খুলনা টেস্টেও দুর্দান্ত এক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।
সেই সফরে পাকিস্তানের কোচ ছিলেন ওয়াকার ইউনিস। কামরান আকমল মনে করেন- কোচের ভুল সিদ্ধান্তের কারণে সে সফরে ওয়ানডে আর টি-টুয়েন্টিতে হেরেছিল পাকিস্তান।বলেন, ‘বিশ্বকাপের পর উনি (ওয়াকার) ৬ থেকে ৭ জন নতুন খেলোয়াড় নিয়ে বাংলাদেশে গেলেন। এ কারণে আমরা ওয়ানডে আর টি-টুয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ওদের কাছে হেরে গেলাম।’
অবশ্য ক্রিকেটার হিসেবে সফল হলেও কোচ হিসেবে একেবারেই ব্যর্থ ওয়াকার। দেশের হয়ে কোচ হিসেবে ভিন্ন দুই মেয়াদে কাজ করেছেন তিনি। মনে রাখার মতো তেমন সাফল্য নেই। আকমল এ প্রসঙ্গ তুলে বলেন, ‘দেখুন, ওয়াকার ভাই কোচ হিসেবে ব্যর্থ ছিলেন। তিনি পাকিস্তানের ক্রিকেটের দারুণ ক্ষতি করে গেছেন। অনেক বেশি পরীক্ষা-নিরীক্ষা, সিনিয়র ক্রিকেটারদের বসিয়ে রাখায় জাতীয় দল দুই কি তিন বছর পিছিয়ে গিয়েছিল। জানিনা কেন এমনটা করেছিলেন তিনি।’
Discussion about this post