আলোর নীচেই যে অন্ধকার, সেটা শুক্রবার বুঝতে পারলেন অস্ট্রেলিয়া দলের ৬ ক্রিকেটার। বস্তির ঘুপচি ঘরে মানবেতর জীবন কাটানো লাখো নিম্ম বৃত্তের বেঁচে থাকার লড়াই কিছুটা হলেও টের পেলেন তারা। যাদের শ্রমে আলো ঝলমলে হচ্ছে এই নগরী তাদের সংগ্রামী জীবন দেখে দুঃখ পেলেন স্টিভেন স্মিথরা।
শুক্রবার রাজধানীর সাততলা বস্তিতে যান ৬ অস্ট্রেলিয়ান ক্রিকেটার। যারা এখন রয়েছে বাংলাদেশ সফরে। রোববার টেস্টের লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে ছুটে গেলেন বস্তির অসহায় মানুষদের কাছে।
অনুশীলনের ফাঁকে বেসরকারি সাহায্য সংস্থা অক্সফামের আহ্বানে নগরীর সাততলা বস্তিতে যান স্মিথরা। বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করা সাহায্য সংস্থা অক্সফাম এই আয়োজন করে। লাখো বস্তিবাসী বিশুদ্ধ পানি ও স্বাস্থসম্মত স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত। তাদের মধ্য থেকে কিছু পরিবারের গল্প শুনলেন স্মিথ-ওয়ার্নাররা। অবাক হলেন এটা শুনে যে, এত অভাব আর কঠিন জীবনযাপনে লড়াই করে চলা মানুষগুলো ক্রিকেটের খবরও রাখেন!
সেই বস্তিবাসী একজন নারীর সঙ্গে ছবি তুলে তা নিজের ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক লিখেছেন, অক্সফামের অফিস ভ্রমণ করে নিজেকে ভাগ্যবান মনে করছি আমরা। তাদের কারণেই বাংলাদেশের কিছু অবিশ্বাস্য ছবি দেখতে পেরেছি আমি। বিশেষ করে কম বয়সী গৃহকর্মীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তাদের জীবনের গল্প।’
Discussion about this post