ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। করোনার মধ্যে বেশ সফলভাবেই সমাপ্তি ঘরোয়া এই আসরের। যেখানে টি-টুয়েন্টিতে ব্যাটসম্যানদের দাপট থাকলেও বল হাতেও বেশ কয়েকজন সফল। যেখানে নজর কাঁড়লেন-মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। বল হাতে তারাই সেরা।
বল হাতে এবারের লিগে সবারসেরা চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেডের মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দলের এই অলরাউন্ডার ২৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। সফলদের তালিকায় অবশ্য তরুণদের সংখ্যাই বেশি।
চলুন দেখে নেই বল হাতে এবারে লিগে দাপট ছিল কাদের-
মোহাম্মদ সাইফউদ্দিন
তিনি যখন ফর্মে থাকেন তখন পুরোটা আলো কেড়ে নেন। আবাহনীকে চ্যাম্পিয়ন করার পথে তার ছিল বড় অবদান। সেই মোহাম্মদ সাইফউদ্দিন ১৬ ম্যাচে তিনি ২৬ উইকেট নিয়েছেন। সর্বোচ্চ ১৮ রান দিয়ে ৪ উইকেট। অলিখিত ফাইনালে নেন ৪ উইকেট নেন।
কামরুল ইসলাম রাব্বি
সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে প্রাইম দোলেশ্বর স্পোর্টস ক্লাবের পেসার কামরুল ইসলাম রাব্বি। ১৭ ম্যাচে নিয়েছেন ২৫ উইকেট। সর্বোচ্চ ১১ রান দিয়ে ৪ উইকেট।
শরিফুল ইসলাম
প্রাইম ব্যাংকের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী পেসার শরিফুল ইসলাম ১৬ ম্যাচ খেলে নিয়েছেন ২২ উইকেট। সর্বোচ্চ ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট।
মাহেদী হাসান
ডিপিএলে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মাহেদী হাসান ১৭ ম্যাচে নেন ১৮ উইকেট। সেরা সাফল্য- ২ উইকেট ১২ রানে।
তানভীর ইসলাম
ডিপিএলে শাইন পুকুর ক্রিকেট ক্লাবে খেলা এই বাঁহাতি স্পিনার ১১ ম্যাচ খেলে নেন ২০ উইকেট। সেরা সাফল্য- ২৩ রান দিয়ে ৪ উইকেট।
লিগের সেরা ১০ বোলার-
নাম ইনিংস ওভার উইকেট ইনিংসে পাঁচ উইকেট
মোহাম্মদ সাইফউদ্দিন ১৬ ৬০.৩ ২৬ ০
কামরুল ইসলাম রাব্বি ১৬ ৪৮.৩ ২৫ ০
শরিফুল ইসলাম ১৬ ৫৪.৫ ২২ ০
তানভীর ইসলাম ১০ ৩৯ ২০ ০
শেখ মেহেদী হাসান ১৫ ৪৯ ১৮ ০
জিয়াউর রহমান ১৩ ৪৩ ১৮ ০
মেহেদী হাসান রানা ১১ ৩৮ ১৮ ০
মাহমুদউল্লাহ রিয়াদ ১৪ ৪১ ১৭ ০
রুবেল হোসেন ১১ ৩৯.৫ ১৭ ০
মুস্তাফিজুর রহমান ১৩ ৪২.৫ ১৭ ১
Discussion about this post