খুলনার তিন বোলার আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন ও মাশরাফি বিন মুর্তজা বল হাতে আবারো সফল। তাদের আক্রমণে রোববার ১ম ইনিংসে বরিশাল অলআউট ২৫৮ রানে। এর আগে খুলনা ১ম ইনিংসে তুলেছিল ৪৪৪ রান। ১৮৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অতিথিদের সামনে আরও বড় লক্ষ্য দাঁড় করিয়েছে খুলনা।
ওয়ালটন জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে জয়ের জন্য বরিশালকে ৪০৩ রানের লক্ষ্য দিয়েছে খুলনা। দিন শেষে কোনো না উইকেট না হারিয়ে ৩২ রান করেছে কামরুল ইসলাম রাব্বির দল। জিততে এখনো ৩৭১ রান করতে হবে তাদের। হাতে আছে ১০টি উইকেট, পুরো একদিন। খুলনার আবু নাসের স্টেডিয়ামে স্পিনার আব্দুর রাজ্জাক বল হাতে যাদু দেখান। ৩০ ওভারে ৯০ রানে নিয়েছেন ৪ উইকেট।
জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে দারুণ খেলছে রাজশাহী। প্রথম ইনিংসে বন্দরনগরীর দলটির দেওয়া ৪৩২ রানের লক্ষে ব্যাট করতে নেমে স্বাগতিকরা বৃষ্টির বাঁধায় দিন শেষ করে ১ উইকেটে ১৪৭ রানে। জহুরুল ইসলাম ৭৫ ও নাজমুল ইসলাম শান্ত খেলছেন ২৫ রান নিয়ে। চট্টগ্রাম দিন শুরু করেছিল ৮ উইকেটে ৪১৯ রান নিয়ে। ১৩ রান যোগ করেই শেষ হয় তাদের ইনিংস। দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে কক্সবাজারে তৃতীয় দিনেও হয়নি খেলা। বৃষ্টি ও ভেজা আউটফিল্ড মিলিয়ে ঢাকা মেট্রো ও সিলেটের ম্যাচে টানা আরেকটি দিনের খেলা পরিত্যক্ত হলো।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা ১ম ইনিংস: ৪৪৪/১০
বরিশাল ১ম ইনিংস: ৮০ ওভারে ২৫৮/১০ (রাফসান ৫৮, নুরুজ্জামান ১০১*, মনির ৩০, রাব্বি ০, তানভির ৬; মাশরাফি ১/৩২, আল আমিন ৪/৭২, রাজ্জাক ৪/৯০, মেহেদি ১/৪৯, মইনুল ০/১২) ও বরিশাল ২য় ইনিংস: (লক্ষ্য ৪০৩) ১২ ওভারে ৩২/০ (ফজল ১৫*, রাফসান ১৩*; মাশরাফি ০/১৪, রাজ্জাক ০/২।
খুলনা ২য় ইনিংস: ৪৯ ওভারে ২১৬/৭ (ডি.) (রবি ২৪, এনামুল ১৩, মিঠুন ০, নুরুল ৫৭, মেহেদি ২৮, তুষার ৫৭*, জিয়াউর ১৬, মাশরাফি ১৬; রাব্বি ২/৪২, মনির ২/৭০, তানভির ০/২১, সোহাগ ৩/৭৮)।
##########################
চট্টগ্রাম ১ম ইনিংস: ৪৩২/১০
রাজশাহী ১ম ইনিংস: ৩৯ ওভারে ১৪৭/১ (মাইশুকুর ৩৬, জহুরুল ৭৫*, শান্ত ২৫*; সাইফুদ্দিন ০/৪৭, রানা ০/৩৪, বেলাল ০/২০, ইমরুল ১/৩০, রনি ০/১২)।
Discussion about this post